গোপালগঞ্জে ২ প্রতারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গ্রেপ্তার দুই প্রতারক
গোপালগঞ্জে দুই প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
রবিবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের তোফেল শরীফের ছেলে হাবিবুর রহমান (৪২) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী (৩২)।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনা মিয়াকে সেনাবাহিনী ও র্যাব অফিসার পরিচয় দিয়ে একটি ইজিবাইকে করে চন্দ্রদিঘলীয়া গ্রামে নিয়ে যান হাবিবুর ও শ্রীবাস। সেখানে সোনা মিয়ার ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেন তারা। টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন।
তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা হাবিবুর ও শ্রীবাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে গোপীনাথপুর পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী সোনামিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
ঢাকা/বাদল/মাসুদ