ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের সঙ্গে নদীতে নেমে মেয়ে নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৫ জুন ২০২৫   আপডেট: ২২:২৫, ১৫ জুন ২০২৫
মায়ের সঙ্গে নদীতে নেমে মেয়ে নিখোঁজ

নিখোঁজ সাফিয়া আক্তারের সন্ধানে ডুবুরীর অভিযান

গোপালগঞ্জে মামার বাড়ি বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে সাত বছরের শিশু ছেলেকে নিয়ে মা তীরে উঠতে পারলেও স্রোতের টানে ভেসে যায় সাফিয়া আক্তার (১২)। আজ রবিবার (১৫ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিশু সাফিয়া আক্তার (১২) নড়াইল জেলায় নড়াগাতি গ্রামের লালন শেখের মেয়ে। সে ঈদের ছুটিতে মা ও ছোট ভাইয়ের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। 

আরো পড়ুন:

ওই শিশুর মা খুশি বেগম জানান, ঈদের ছুটিতে দুই সন্তানকে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে ভাই আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। আজ রবিবার (১৫ জুন) দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে দুই ছেলে ও মেয়েকে নিয়ে গোসল করতে নামেন। নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যায়। তিনি কোনোরকমে ছেলে সাকিব শেখকে নিয়ে তীরে উঠতে পারলেও মেয়ে সাফিয়া আক্তার পানির তোড়ে ভেসে যায়। পরে স্থানীয়রা খোঁজ করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বিকেলে মাদারীপুর থেকে ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ সাফিয়া আক্তারকে উদ্ধার করতে পারেনি।

মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে মাদারীপুরে থেকে বিকেলে ঘটনাস্থলে এসেছেন। ভিকটিমকে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি। 
 

ঢাকা/বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়