ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

শেরপুরে বাসচাপায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ১৫ জুন ২০২৫  
শেরপুরে বাসচাপায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়

শেরপুরে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শেরপুর-ঢাকা মহাসড়কে দীর্ঘ এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১৫ জুন) দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া একই গ্রামের মো. ছফর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর শহরে বিদ্যুৎ বিল জমা দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়ার উদ্দেশে রওনা হয়। নিজ গ্রাম হাওড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শাম্মী ডিলাক্স পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মজনু মিয়া মারা যায়। এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে শেরপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে। আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ঢাকা/তারিকুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়