ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাস-ট্রাক সংঘর্ষে ইবির শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৬ জুন ২০২৫  
বাস-ট্রাক সংঘর্ষে ইবির শিক্ষার্থী নিহত

রাশেদুল ইসলাম (ফাইল ফটো)

কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৭) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কিছুদিন আগে তিনি স্নাতক পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়।

রাশেদুলের সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদুল রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসে। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া শহরের মজমপুর বাস কাউন্টারে যায়। পরে সেখান থেকে সকালে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলো। সে বাসের ইঞ্জিন কাভারে বসেছিলো। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। রাশেদুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, সকালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

রাশেদুলের মৃত্যুতে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান স্বাক্ষরিত এক শোক বার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।

ঢাকা/কাঞ্চন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়