ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় চুলার ধোঁয়া ঘরে ঢোকায় বিতণ্ডা, স্বজনদের হামলায় যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৬ জুন ২০২৫   আপডেট: ১৩:৪৬, ১৬ জুন ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় চুলার ধোঁয়া ঘরে ঢোকায় বিতণ্ডা, স্বজনদের হামলায় যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার সময় ঘরের মধ্যে ধোঁয়া যাওয়া নিয়ে বিতণ্ডার জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় আহত মনির হোসেন (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ জুন) রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়ার নন্দ দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত মনির হোসেন উড়শিউড়ার নন্দ দিঘিরপাড় গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে। মনির পেশার দিনমজুর ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। তার স্ত্রী এবং সাত ও দেড় বছর বয়সী দুটি ছেলে আছে।

নিহতের স্ত্রী অভিযোগ করেন, রবিবার দুপুরে মনিরের ঘরের সামনে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী দুবেলা বেগম মাটির চুলায় রান্না বসান। এসময় মাটির চুলার ধোঁয়া মনিরের ঘরে ঢুকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ নিয়ে ভাবির সঙ্গে মনিরের কথা-কাটাকাটি হয়। এর জেরে বড় ভাই বাবুল ও ভাতিজা শাওন মনিরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে লাঠি ও ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মনির গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে শহরের বেসরকারি সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মনিরের মৃত্যু হয়।

এদিকে, মনিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিবুর রেজা বলেন, ‘‘পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়