ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফল উৎসব 

কেরানীগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৬ জুন ২০২৫  
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফল উৎসব 

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৌসুমি ফল উৎসব করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) দুপুরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কারাবন্দিদের মাঝে আম, কাঁঠাল ও লিচু বিতরণ করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল পেয়ে আনন্দিত কারাবন্দিরা। ফল উৎসবকে ঘিরে কারাগারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ফল উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার, জেলার এ কে এ এম মাসুমসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বন্দিদের মাঝে ফল বিতরণ যথাযথভাবে সম্পন্ন করা হয়।

ঢাকা/শিপন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়