ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়া যুবকের মরদেহ পড়েছিল রাস্তায় 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১৬ জুন ২০২৫   আপডেট: ১৯:৪২, ১৬ জুন ২০২৫
ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়া যুবকের মরদেহ পড়েছিল রাস্তায় 

রুহুল আমীন আকাশ

ময়মনসিংহের একটি সড়কের ওপর থেকে রুহুল আমীন আকাশ নামে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শান্তিনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। তিনি তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

মারা যাওয়া আকাশ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কলমাকান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

আরো পড়ুন:

আকাশের ভগ্নিপতি মো. আনিছুর রহমান বলেন, ‍“দেড় মাস আসে আকাশ বিয়ে করেন। তার স্ত্রী গাজীপুরে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। গতকাল আকাশ আমাদের বাসায় বেড়াতে আসেন। এসময় তিনি অসুস্থবোধ করেন। আজ সকালে হাসপাতালে যাবে বলে বাসা থেকে বের হয়। পরে হাসপাতাল থেকে জানানো হয় আকাশ মারা গেছেন।” 

তিনি বলেন, “স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকাশকে সড়কের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তারা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, “সকাল ১০টার দিকে আকাশ নামে একজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানা যায়নি।”

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু; তা নিশ্চিত করে বলা সম্ভব না।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, “রবিবার মংমনসিংহ শহরে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন  আকাশ। আজ সকালে শান্তিনগর এলাকায় একা একা হাটতে বের হন তিনি। সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান পথচারীরা।”

মারা যাওয়া যুবকের শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা ও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এমন প্রশ্নে ওসি বলেন, “শরীরে আঘাতের চিহ্ন নেই। হাটতে গিয়ে মাথা ঘুরিয়ে সড়কে পড়ে কিছুটা রক্তাক্ত হয়েছিলেন তিনি বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, “আকাশ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা মারা গেছেন বলে জানতে পেরেছি। তার নামে মামলা ছিল কিনা এই মুহূর্তে মনে নেই।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়