ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৭ জুন ২০২৫   আপডেট: ১২:৪৩, ১৭ জুন ২০২৫
বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫

বরগুনা জেনারেল হাসপাতাল

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়ে বাদল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাদল বরগুনা সদরের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা। 

সোমবার (১৬ জুন) রাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে সোমবার রাতে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল নামে এক আনসার সদস্য। জয়নাল বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত্যু চান মিয়ার ছেলে।

এ নিয়ে ডেঙ্গুতে জেলায় প্রাণহানির সংখ্যা ১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৫ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯০৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১৪ জন।

বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকা রাইজিংবিডিকে বলেন, “কৃষক বাদলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম। তার পরিবার অর্থনৈতিক সমস্যার কারণে রাজি না হয়ে তাকে বাড়ি নিয়ে যান। এর কিছু সময় পর তাকে ফের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আনসার সদস্য জয়নালকে বরিশাল রেফার্ড করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলায় ১৭ জনের প্রাণহানি হয়েছে ডেঙ্গুতে।”

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ রাইজিংবিডিকে বলেন, “দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু নিধনে চেষ্টা করে যাচ্ছে। তবে, সবাইকে সতর্ক থাকতে হবে, সহযোগিতা করতে হবে। নয়তো আক্রান্ত ও প্রাণহানি দুটিই বাড়তে পারে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়