মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হলো ১০টি তিলা ঘুঘু
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
১০টি তিলা ঘুঘু মুক্ত আকাশে উড়িয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক
পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের একটি বাড়ি থেকে উদ্ধারকৃত দেশি প্রজাতির ১০টি তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক তার কার্যালয়ের সামনে বসে এসব ঘুঘু মুক্ত আকাশে উড়িয়ে দেন।
এ সময় অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী ও মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
এর আগে তারা গত শুক্রবার একটি বাড়ি থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করা হয়। পরে ঘুঘুগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য বায়জিদ মুন্সী বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী নিয়ে কাজ করে আসছি। এর আগেও বন্দি অনেক বন্যপ্রাণী উদ্ধারের পর অবমুক্ত করেছি। গত শুক্রবার একটি বাসা থেকে এসব ঘুঘুগুলো উদ্ধার করেছিলাম। এগুলো অনেকটা আহত ছিলো। পরে আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করলাম।’’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ‘‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসিল অনুসারী ঘুঘু ধরা, বেচাকেনা ও হস্তান্তর সম্পূর্ণ অবৈধ। যদি কেউ এ আইন অমান্য করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/ইমরান/টিপু