ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ২ নারীর করোনা শনাক্ত, একজন খুমেকে ভর্তি  

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৭ জুন ২০২৫  
খুলনায় ২ নারীর করোনা শনাক্ত, একজন খুমেকে ভর্তি  

ফাইল ফটো

দেশে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবের মধ্যে খুলনায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুই নারীর শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপার্সন ডাক্তার খান আহম্মেদ ইসতিয়াক এ তথ্য জানান। 

ডাক্তার খান আহম্মেদ ইসতিয়াক বলেন, ‍“মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া নামে এক নারীর করোনা শনাক্ত হয়। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।” 

তিনি আরো বলেন, “২০২৩ সালের পর খুলনায় করোনা প্রভাব ছিল না। এবার প্রথম খুলনায় দুই জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়