ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থানে পলাতক দিঘলিয়ার ইউপি চেয়ারম্যান পাভেলকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৭ জুন ২০২৫  
গণঅভ্যুত্থানে পলাতক দিঘলিয়ার ইউপি চেয়ারম্যান পাভেলকে অপসারণ

গাজী সাহাগীর হোসেন পাভেল

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে গাজী সাহাগীর হোসেন পাভেলকে অপসারণ করা হয়েছে। তার জায়গায় উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দ দাসকে এই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১৬ জুন) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

আরো পড়ুন:

অপসারণ করা পাভেল রাজনীতি নিষিদ্ধ যুবলীগ নেতা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর লোকচক্ষুর অন্তরালে ছিলেন ইউপি চেয়ারম্যান পাভেল। বিভিন্ন অনিয়ম ও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। এসব কারণে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা পাভেলকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দেন।

স্থানীয় সূত্র জানায়, পাভেল বারাকপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মরহুম গাজী জাকির হোসেনের ভাইপো। তিনি লাখোয়াটি গ্রামের আলোচিত শেখ আনছার আলী হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গত ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে পল্টন থানা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। পরেরদিন পল্টন থানা পুলিশ একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে ওই মামলায় তিনি জামিনে মুক্ত হন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়