ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে এ পর্যন্ত ২০ জনের ডেঙ্গু শনাক্ত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ জুন ২০২৫   আপডেট: ১৬:৪১, ১৭ জুন ২০২৫
ঝালকাঠিতে এ পর্যন্ত ২০ জনের ডেঙ্গু শনাক্ত

ঝালকাঠি সদর হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন দুজন ডেঙ্গু রোগী

ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার সদর হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাসেবা নিয়েছেন ২০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে জুন মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। মঙ্গলবার (১৭ জুন) সকাল পর্যন্ত দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ঝালকাঠি সদর হাসপাতালে। 

রোগীরা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হলে তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখানে পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয় এবং হাসপাতালে ভর্তি হন। 

আরো পড়ুন:

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সালমা বেগম বলেছেন, “আমি তিন দিন আগে জ্বরে রোগে আক্রান্ত হই। এখানে এসে জানতে পারি যে, আমার ডেঙ্গু জ্বর হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন মোটামুটি সুস্থ আছি।”

ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র কন্সালট্যান্ট ডা. আবুয়াল হাসান বলেছেন, প্রতিবছরই বর্ষ মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এ বছরও বেড়েছে। তবে, আক্রান্তদের প্রায় সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বর্তমানে দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

ঢাকা/অলোক/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়