ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাধবপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ জুন ২০২৫  
মাধবপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে সুমাইয়া আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পারিবারিক প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সুমাইয়া মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সুমাইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে সুমাইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরে নরসিংদীতে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়।

মাধবপুর থানার পরিদর্শক মো. কবির হোসেন বলেছেন, মেয়েটির পরিবারের প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়