ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে শ্রমিকদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৭ জুন ২০২৫  
মাদারীপুরে শ্রমিকদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে নেতাকর্মীরা

মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সীকে (৩৮) কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে পৌর শ্রমিকদলের সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই কমিটির বিরোধিতা করেন শাকিল মুন্সী। এই ঘটনার জের ধরে রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল মুন্সী মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকা মোফাজ্জল মুন্সির ছেলে।

আরো পড়ুন:

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জামিনুর হোসেন মিঠু, বিএনপি নেতা সাইদুল ইসলাম লাভলু হাওলাদার, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদ খান, ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, নিহত শাকিল মুন্সীর ভাই হাসান মুন্সি প্রমুখ। 

মানববন্ধনে কয়েকশত লোক অংশ নেয়। বক্তারা বলেন, মামলার আসামিরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছে। বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন। 
 

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়