ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৭ জুন ২০২৫   আপডেট: ২০:০৭, ১৭ জুন ২০২৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব কারাগারে

অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ

সন্তানের পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম আদালত পুলিশের ইন্সপেক্টর মো. শাহীন এর সত্যতা নিশ্চিত করেছেন। 

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ মঙ্গলবার (১৭ জুন) তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন:

গত ২১ জানুয়ারি জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেয়ার অভিযোগে শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে মামলা করেন। মামলায় নারায়ণ চন্দ্র নাথ ছাড়াও তিনজনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষাবোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়