ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

চট্টগ্রামে ১০ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১৭ জুন ২০২৫   আপডেট: ২১:৫৭, ১৭ জুন ২০২৫
চট্টগ্রামে ১০ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন। এর আগে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার এক জনের মৃত্যু হয়। 

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে তিন জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে দুই জন, পার্কভিউ হাসপাতালে তিন জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়