ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল বিভাগে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৭ জুন ২০২৫  
বরিশাল বিভাগে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত

বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে বরগুনা জেলায় আক্রান্ত সবচেয়ে বেশি, ৮২ জন।

আজ মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে পাঁচজন।

আরো পড়ুন:

পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

ভোলা সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন। বরগুনায় ৮২ ও ঝালকাঠিতে তিনজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশাল বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘‘বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। আশংকাজনক হারে তা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি থেকে বেরুতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাহিরে গেলে আমরা তো কিছু করতে পারব না।’’ 

মশার বিস্তাররোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি। 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়