ধামরাইয়ে ৬টি ফিডারের বিদ্যুৎ সরবরাহ ৩ ঘণ্টা বন্ধ থাকবে
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৮ জুন) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ধামরাই গ্রিডের ছয়টি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ জুন) রাতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডিজিএম মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “মহিষাসী ৩৩ কেভি ফিডারের সোর্স রাইজার পরিবর্তন এবং এ কে এইচ ৩৩ কেভি ফিডারের আর-ফেজ ক্ল্যাম্পের উচ্চ তাপমাত্রার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, এই সময় ধামরাই গ্রিডের টি-১ ট্রান্সফর্মারসহ বাস-১ বন্ধ থাকবে। ফলে ধামরাই, রেডিও, মহিষাসী, ইনসেপ্টা, এ কে এইচ ও ট্রান্সফর্মার-১- এই ৬টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ঢাকা/আরিফুল/এস