ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৫০ শয্যার করোনা ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৮ জুন ২০২৫   আপডেট: ১০:৪৫, ১৮ জুন ২০২৫
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৫০ শয্যার করোনা ওয়ার্ড

৫০ শয্যার ডেডিকেটেড করোনা ওয়ার্ড পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৫০ শয্যার ডেডিকেটেড করোনা ওয়ার্ড চালু করা হচ্ছে। 

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার (১৭ জুন) এই করোনা ওয়ার্ড পরিদর্শন করেন। হাসপাতালের পুরাতন ভবনে এই ওয়ার্ডটি আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সেবা দিতে প্রস্তুত হবে বলে আশা করছে হাসপাতালটির কর্তৃপক্ষ।

এর আগে মেয়র শাহাদাতের নেতৃত্বে এক সভার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালও করোনা রোগীদের সেবায় বিশেষায়িত ওয়ার্ড চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

পরিদর্শনকালে মেয়র হাসপাতালটির কর্তৃপক্ষকে এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

পরে তিনি মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ (২০ তম ব্যাচ) শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ঢাকা/রেজাউল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়