বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিন হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (১৬) নামের এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৪ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়।
ফেরত আসা কিশোর আল আমিন হোসেন হবিগঞ্জ সদর থানাধীন কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেছেন, গত ১৪ জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। গতকাল পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে সে। এ সময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস থেকে আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান থেকে তাকে আটক করে বিএসএফ। রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি আরো বলেন, ওই কিশোরের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি তৎপর আছে।
ঢাকা/মোসলেম/রফিক