ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

মাকে নির্যাতনের দায়ে ছেলের ২ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৫:১১, ১৮ জুন ২০২৫
মাকে নির্যাতনের দায়ে ছেলের ২ বছরের কারাদণ্ড

রাকিবকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের ওপর নিয়মিত নির্যাতনের দায়ে রাকিব মিয়া নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রাকিব মিয়া কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকার সহিদ মিয়ার ছেলে।

রাকিবের বাবা নিরাপত্তাকর্মী এবং মা গৃহিণী। রাকিব দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। প্রতিদিন মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন তিনি। টাকা না পেলে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে অসহায় মা অভিযোগ জানাতে বাধ্য হন প্রশাসনের কাছে।

আরো পড়ুন:

খবর পেয়ে রাকিবের বাড়িতে ইউএনও মো. ছামিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই যুবককে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করেন।ই

উএনও মো. ছামিউল ইসলাম বলেছেন, “মায়ের ওপর নির্যাতন, মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রাকিবকে দণ্ড দেওয়া হয়েছে।”

ঢাকা/পলাশ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়