আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬, ধসে পড়েছে দেয়াল
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ধসে পড়া দেয়াল
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছয় জন। এতে ধসে পড়েছে দ্বিতল ভবনটির এক পাশের দেয়াল। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড় এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, “আমাদের হাসপাতালে দগ্ধ পাঁচ জনকে আনা হয়েছিল। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে চার জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।”
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহুরুল (২৬)। বিস্ফোরণে নাসির নামে আরো একজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জিরাবো মডেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিকেজ হয়ে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসার কারণে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পেয়েছি আমরা।”
মিলি নামে বাড়িটির দ্বিতীয় তলার এক বাসিন্দা বলেন, “সকাল ৭টার দিকে রান্না করছিলাম। এসময় বিস্ফোরণের শব্দ পাই। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরের ফ্রিজ থেকে শুরু করে সব এলোমেলো হয়ে যায়। ঘরের ফ্যান খুলে পড়ে। বারান্দায় গিয়ে দেখি নিচতলায় এই অবস্থা। পরে আমরা সবাই ছাদে চলে যাই। স্থানীয়রা আগুন নেভালে নিচে নেমে আসি।”
জেসমিন নামে বাড়িটির আরেক বাসিন্দা বলেন, “বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরের জানালার গ্লাস ভেঙে পড়ে। কোনোভাবে আমরা বাড়িটি থেকে বেরিয়ে আসি।” এসময় তিনি, তার স্বামী ও ছেলে সামান্য আহত হয়েছেন বলেও জানান এই নারী।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, “মূলত লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোট ছয় জন দগ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি। দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ