সোনারগাঁয়ে যুবককে গলাকেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন মিয়া (৩৮) নামের এক যুবকের গলাকাটা হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৮ জুন) জেলার রূপগঞ্জ থানাধীন দিঘি বরাব এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার অনাবিল ইমাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসমাইল প্রধান ও ওসমান গনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এর আগে, মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পূর্ব পাশ থেকে রতনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রতন কাঁচপুর এলাকার মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা/অনিক/রাজীব