ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

ক্ষেতে গরু যাওয়ায় মাকে মারধর, ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৯:১৮, ১৮ জুন ২০২৫
ক্ষেতে গরু যাওয়ায় মাকে মারধর, ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

আশিক মন্ডল। ফাইল ফটো

পাবনার বেড়া উপজেলায় ক্ষেতে গরু যাওয়ায় মাকে মারধর ও ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আশিক মন্ডল (১৭)। তিনি রামকান্তপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেতে আশিকদের একটি গরু যায়। এর জেরে আশিকের মাকে মারধর করেন ওই প্রতিবেশী। সন্ধ্যায় বাড়িতে ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে আরোফ মৃধার বাড়িতে যায় কিশোর আশিক। এসময় ক্ষেতে গরু যাওয়ায় ক্ষমা চায় আশিক। এর প্রেক্ষিতে আরোফ মৃধা ও তার স্বজনেরা আশিককে পিটিয়ে গুরুতর আহত করেন। আশেপাশের লোকজন আশিককে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্যকেন্দ্র ও পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘‘ক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

এদিকে, এ ঘটনার পর থেকে অভিযুক্ত আরোফ মৃধা পলাতক রয়েছেন। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়