ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলাপাড়ায় রেকর্ড বৃষ্টি, ভোগান্তি চরমে 

পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১৯ জুন ২০২৫   আপডেট: ১০:২০, ১৯ জুন ২০২৫
কলাপাড়ায় রেকর্ড বৃষ্টি, ভোগান্তি চরমে 

টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন লোকজন

বর্ষা শুরু হতে না হতেই তার প্রভাব পড়েছে জনজীবনে। তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিললেও পটুয়াখালীতে টানা তিন দিনের বৃষ্টিতে স্থবিরতা নেমেছে। 

বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত এ বছরের সকল রেকর্ড ভেঙে জেলার কলাপাড়ায় সর্বোচ্চ ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ছিল চলতি বছরের সর্বোচ্চ।

টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে সব মানুষ। সবেচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শ্রমজীবীরা। এদিকে, টানা বষ্টিতে নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ভেসে গেছে এসব ঘের ও পুকুরের মাছ। এতে লোকসানে পড়েছেন মৎস্য চাষীরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,  অতিভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালীসহ দেশের ১৮ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রিকশাচালক আলমগীর হোসেন বলেন,  “বৃষ্টি আর বৃষ্টি। কিছু তো করার নেই, পেট চালাতে হলে রিকশা তো চালাতেই হবে। রিকশা চালানোর জন্য গায়ে পলিথিন মুড়িয়ে নিয়েছি। তাপরও বৃষ্টির পানি শরীরে ঢুকে যাচ্ছে।”

একই এলাকার শ্রমজীবী আল আমিন হাওলাদার বলেন, “দুই দিন ধরে বদলার হাটে আসি আর ফিরে যাই। বৃষ্টির কারণে কেউ কাজ করাতে চায় না। আবার বৃষ্টির মধ্যে কাজ করাও অনেক কষ্ট৷ এভাবে বৃষ্টি চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে যাবে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “আগামী ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় বজ্রবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।” 

ঢাকা/ইমরান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়