ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

দেবতাখুম ভ্রমণে ৮ দিনের নিরুৎসাহিতকরণ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৯ জুন ২০২৫   আপডেট: ১১:৩৩, ১৯ জুন ২০২৫
দেবতাখুম ভ্রমণে ৮ দিনের নিরুৎসাহিতকরণ

রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন এলাকা

টানা ভারি বষর্ণের ফলে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পর্যটনকেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে ভ্রমণের নিরুৎসাহিত করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বুধবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে জানান, ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পর্যটকদের দেবতাখুমে ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনের ভারি বর্ষণে নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এলাকাটিতে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কেন্দ্রটি সাময়িকভাবে ভ্রমণের নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সনাতন কুমার মন্ডল জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিবলয় আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

ঢাকা/চাইমং/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়