ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

কালীগঞ্জে ক্রীড়া সংস্থার চাবি উধাও, স্কাউট অফিসের ফ্যান-তার চুরি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৯ জুন ২০২৫   আপডেট: ১২:৩৭, ১৯ জুন ২০২৫
কালীগঞ্জে ক্রীড়া সংস্থার চাবি উধাও, স্কাউট অফিসের ফ্যান-তার চুরি

কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অফিস

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অফিস ঘরে প্রবেশ করে পাশে অবস্থিত স্কাউট কার্যালয় থেকে দুটি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। 

চাবির দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসমাইল ভূঁইয়া দায় নিচ্ছেন না। ক্রীড়া সংস্থার অফিসের চাবি কার কাছে আছে, তা তিনি জানেন না বলে নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (১৮ জুন) সকালে স্কাউট কার্যালয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেন স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আলীম। এ ঘটনায় নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি। 

স্কাউট সাধারণ সম্পাদক জানান, ঈদের ছুটির পর গত ১৫ জুন (রোববার) সন্ধ্যায় স্কাউট কার্যক্রম শুরুর প্রস্তুতিকালে দেখা যায়, অফিসে থাকা দুটি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। স্কাউট অফিসের তালা অক্ষত থাকলেও ধারণা করা হচ্ছে, চোরেরা পাশের ক্রীড়া সংস্থার অফিস দিয়ে প্রবেশ করে সিলিংয়ের ফাঁক দিয়ে স্কাউট অফিসে ঢুকে চুরি করে নিয়ে গেছে।

তিনি বলেন, “স্কাউট অফিসের দরজা তালাবদ্ধ ছিল। কিন্তু ভিতরে ঢুকে দেখি ফ্যান ও বৈদ্যুতিক তার নেই। তখন বুঝতে পারি, পাশের অফিসের সিলিং ব্যবহার করে কেউ ভিতরে ঢুকেছে। ঘটনার পরদিন বিষয়টি গত (১৬ জুন) (সোমবার) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

স্থানীয়রা বলছেন, ক্রীড়া সংস্থার মতো গুরুত্বপূর্ণ অফিসের চাবি নিয়ে এমন দায়িত্বহীনতা প্রশাসনিক অব্যবস্থাপনার বড় উদাহরণ। দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত না করলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণের পর ক্রীড়া ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং ব্যক্তি প্রচার আর পদমর্যাদার পেছনে বেশি সময় দিচ্ছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (চ. দা.) মো. ইসমাইল ভূঁইয়া বলেন, “আমি জানি না ক্রীড়া সংস্থার অফিসের চাবি কার কাছে ছিল। নতুন করে তালা লাগানো হয়েছে।”

তবে সম্পাদক হিসেবে চাবির দায়িত্ব ও অবস্থান জানা তার দায়িত্ব নয় কি? এমন প্রশ্নে তিনি বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। চাবি কার কাছে আছে, সেটি আমার জানা নেই।”

উল্লেখ্য, গেল বছরের ১৭ নভেম্বর কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহির উদ্দিন বদলি হওয়ার পর, একই দিন বর্তমান যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া চলতি দায়িত্ব গ্রহণ করেন। ফলে পদাধিকারবলে তিনিই বর্তমানে কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে গত প্রায় ৮ মাস ধরে দায়িত্ব পালন করছেন।

ঢাকা/রফিক/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়