ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৯ জুন ২০২৫   আপডেট: ১২:৫৩, ১৯ জুন ২০২৫
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু 

সাইফ আহমদ

সিলেট শহরের শেখপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফ আহমদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরেকজন আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। সাইফ শেখপাড়ার বাসিন্দা আব্দুল আহাদের ছেলে। 

স্বজনরা জানিয়েছেন, সাইফ পড়াশোনা ছেড়ে দিয়ে বিদ্যুতের কাজ শিখছিলেন। বুধবার রাতে নিজ এলাকার একটি মার্কেটে এক সহযোগীকে নিয়ে কাজ করতে যায়‌ সে। এ সময় অসাবধানতাবশত সাইফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেছেন, শেখপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/নূর/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়