ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৯ জুন ২০২৫   আপডেট: ১২:৪৯, ১৯ জুন ২০২৫
বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শিশু দুটি সম্পর্কে ফুফু-ভাতিজি

তিন দিনের অতি বর্ষণে ডোবায় জমা পানিতে গোসল করতে গিয়ে আফিয়া ফকির (৯) এবং জিম খানম (৯) নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ জুন) বিকালে নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি সম্পর্কে ফুফু-ভাতিজি। 

আছিয়া খানম বেতভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে এবং তার ভাতিজি আলামিন ফকিরের মেয়ে জিম খানম। তারা জনেই স্থানীয় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নড়াইল সদর থানার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বুধবার বিকালে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের আফিয়া ফকির ও জিম খানম নামে দুই শিশু বাড়ির পাশে ডোবায় গোসল করতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

তিনি বলেন, “আফিয়া ফকির এবং জিম খানমের মরদেহ রাতেই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।”

ঢাকা/শরিফুল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়