ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৯ জুন ২০২৫  
কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাব্বির উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেটর শ্রমিক ছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সাব্বির। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘‘সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’’

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়