ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৯ জুন ২০২৫   আপডেট: ২১:৫২, ১৯ জুন ২০২৫
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

না‌হিদুল ইসলাম রুপল

কুষ্টিয়া সদর উপ‌জেলায় বালু ভ‌র্তি ট্রা‌কের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে উপজেলায় লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত না‌হিদুল ইসলাম কুষ্টিয়া শহ‌রের ডা. আবুল কা‌শেম লেন আড়ুয়‌াপাড়ার এলাকার আইয়ুব ইসলা‌মের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ম সম্পাদক ছি‌লেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বি‌কে‌লে না‌হিদুল ইসলাম মোটরসাইকেলে কুমারখালী উপ‌জেলা থে‌কে বা‌ড়িতে ফির‌ছি‌লেন। পথে লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে বালু বোঝাই ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিট‌কে প‌ড়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলে তি‌নি মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়।

আরো পড়ুন:

না‌হিদু‌ল ইসলা‌মের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহ্বায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকারসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে আসেন।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন জানান, লাশ‌টি ঘটনাস্থল‌ থে‌কে উদ্ধার ক‌রে জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ট্রা‌কের চালক ও সহ‌যোগী পালি‌য়ে গে‌ছে।

ঢাকা/কাঞ্চন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়