তিন দিন আগে বিয়ে, যুবকের ঝুলন্ত লাশ মিলল ভারতে
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিয়ের সাজে জাকারিয়া
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে জাকারিয়া (২৩) নামের এক বাংলাদেশির মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সীমান্তের বাসিন্দারা গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এর আগে, ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাকারিয়া।
নিহত জাকারিয়া উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে। তিন দিন আগে সোমবার তিনি বিয়ে করেছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাকারিয়া। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৫৭ নম্বর খুঁটির কাছে গাছের ডালে এক যুবকের মরদেহ দড়িতে ঝুলছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি জাকারিয়ার বলে শনাক্ত করেন।
বিজিবির উৎমা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাজহারুল ইসলাম বলেন, ‘‘জাকারিয়ার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’’
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘‘ঘটনাস্থল যেহেতু ভারত সীমান্তে পড়েছে। তাই কিছু আইনি জটিলতা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব