রেললাইনে বসে গল্প করছিলেন পাঁচ বন্ধু, কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাদের বাড়ি মধ্যম সোনাপাহাড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনে বসে পাঁচ বন্ধু গল্প করছিলেন। এসময় ট্রেন চলে এলে তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে রেলওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
ঢাকা/রেজাউল/রাজীব