ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২০ জুন ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি বিলের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকার বিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়। 

নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা, নিহতের বয়স ৩৫-৪০ বছর হতে পারে। 

আরো পড়ুন:

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের টান মনিপুর এলাকার বিলের পাশে কচুরিপানার মধ্যে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। পুলিশ গিয়ে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি কয়েকদিন আগের হবে। শরীরে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়