আড়াই ঘণ্টার ব্যবধানে একই স্থানে ২ মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দিনাজপুরের চিরিরবন্দরে একই স্থানে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজন মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে আনজুমান আরা (৬০) এবং একই স্থানে দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জিয়াবুর রহমান (৪৩) মারা যান।
চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওয়াদুদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে আনজুমান আরা উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। জিয়াবুর রহমান পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে বাসা থেকে মেয়ের বাসায় যাচ্ছিলেন আনজুমান। রেললাইন পার হওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থালেই মৃত্যু হয় তার।
একই স্থানে দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জিয়াবুর রহমান। এসময় ট্রেনটি চিরিরবন্দর রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করছিল।
ঢাকা/মোসলেম/মাসুদ