ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঁঠাল পাড়া ​নিয়ে দ্বন্দ্বে ভাবিকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২০ জুন ২০২৫   আপডেট: ২২:১০, ২১ জুন ২০২৫
কাঁঠাল পাড়া ​নিয়ে দ্বন্দ্বে ভাবিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে গাছ থেকে কাঁঠাল পাড়া ​নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি জেলার হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নীলা গ্রামের সালাম মিয়ার (৩৮) স্ত্রী। অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন।

শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এসময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/চন্দন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়