ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২০ জুন ২০২৫   আপডেট: ১৮:১৪, ২০ জুন ২০২৫
রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা

শিবুউ মারমা। ফাইল ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিবুউ মারমা (৪২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের কাইন্দারকুল ঠান্ডামিয়া সড়কে সাকোতল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত শিবুউ মারমা ইউনিয়নের এক নম্বর চিড়িং বড়খোলা গ্রামের বাসিন্দা। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাংশু সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবুউ মারমা শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই হিমাংশু বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এসময় একই স্থান থেকে একটি শটগানের গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়