ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২০ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৯, ২০ জুন ২০২৫
রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (২০ জুন) দুপুরে শহরের বনরূপা বাজারে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার নাম আনোয়ার হোসেন কায়সার। তিনি রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর একটি প্রাইভেটকারে চট্টগ্রাম যাওয়ায় সময় কায়সারকে আটকে করে স্থানীয় ছাত্র-জনতা। এসময় তাকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কায়সারকে তাদের হাতে সোপর্দ করা হয়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান তিনি।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) সাহেদ বলেছেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/শংকর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়