ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

মাদক করাবারির বাড়িতে আগুন দিলেন স্থানীয়রা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২০ জুন ২০২৫  
মাদক করাবারির বাড়িতে আগুন দিলেন স্থানীয়রা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল হিজরা নামে তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারির বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। 

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে ঘটনাটি ঘটে।

সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, “ধর্মতীর্থ গ্রামে সড়ক ও জনপদের জায়গা দখল করে বসবাস করছিলেন তৃতীয় লিঙ্গের সোহেল। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। প্রশাসন থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি মাদক কারবার বন্ধ করেননি।” 

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “আজ দুপুরে স্থানীয়রা সোহেলের বাড়ি আগুনে পুড়িয়ে দেন। এসময় সোহেল পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়