ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

মায়ের মৃত্যুর খবরে দেশে আসা প্রবাসীকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২০ জুন ২০২৫  
মায়ের মৃত্যুর খবরে দেশে আসা প্রবাসীকে পিটিয়ে হত্যা

হাবিবুল্লাহর লাশ দেখতে আসা স্বজনদের ভিড়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে হাবিবুল্লাহ (৪৫) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ চরফরাদী এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, মায়ের মৃত্যুর খবরে প্রায় তিন মাস আগে দেশে এসেছিলেন হাবিবুল্লাহ। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। সম্প্রতি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিবুল্লাহর ছেলের সঙ্গে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের ঝগড়া হয়। এ নিয়ে পরবর্তীতে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

আরো পড়ুন:

পূর্ব বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার সময় হাবিবুল্লাহর ওপর হামলা চালায় প্রতিপক্ষ হেলাল উদ্দিন, তার ভাগনে মুখলেছসহ আরো কয়েকজন। এসময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, ‘‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়