ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীকে ছুরিকাঘাতের পর নিজের শরীরে কোপ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২০ জুন ২০২৫  
স্বামীকে ছুরিকাঘাতের পর নিজের শরীরে কোপ

হাসপাতালে চিকিৎসাধীন আহত স্বামী বায়েজিদ সিকদার

গোপালগরঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়া প্রেমের সন্দেহে সৌদি আরব প্রবাসী স্বামী বায়েজিদ সিকদারকে কুপিয়ে আহত করেছেন এক নারী। ঘটনার পরপরই নিজের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।  শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আহত স্বামীর নাম বায়েজিদ সিকদার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে। অভিযুক্ত নারীর নাম মানসুরা খানম। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের কবির হাওলাদারের মেয়ে এবং আহত বয়েজিদ সিকদারের স্ত্রী।

বায়েজিদ সিকদারের মা হোসনেয়ারা বেগম বলেন, ‍মাস খানেক আগে বায়েজিদ সৌদি আরব থেকে দেশে আসে। এরপর থেকেই পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রী একে অন্যকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। এ নিয়ে দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ শুক্রবার আবারো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়।

এসময় মানসুরা স্বামী বায়েজিদকে ছুরিকাঘাত করেন। বায়েজিদ মারা যেতে পারেন এমন ধারণা থেকে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মনসুরা। আশপাশের লোকজন চিৎকারে শুনে ছুটে গিয়ে আহত দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, জাতীয় পরিসেবা ৯৯৯-নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পযর্ন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়