ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারকে চাপে ফেলতেই ভারত পুশ ইন করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২১ জুন ২০২৫   আপডেট: ০৯:৪২, ২১ জুন ২০২৫
সরকারকে চাপে ফেলতেই ভারত পুশ ইন করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, “সরকারকে চাপে ফেলার জন্য ভারত সীমান্তে পুশ ইন শুরু করেছে। এটা শুধুমাত্র তারা হাসিনার জন্যই করছে।”

শুক্রবার (২০ জুন) রাত ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় তিনি স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

তিনি বলেন, “আমরা সকল রাজনৈতিক দলগুলো এক হয়ে একটা অন্তবর্তীকালীন সরকার গঠন করেছি। আমরা মনে করি ড. মুহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যেই যতদূর সম্ভব দেশটাকে ভালো করার চেষ্টা করছেন। সেই সাথে একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, “যারা জনগণের দুঃখ কষ্ট বোঝে- এসব মানুষ পার্লামেন্টে গেলেই আমরা ভালো ফলাফল আশা করতে পারব। আর যদি উপর থেকে কাউকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তারা মানুষের কষ্ট বুঝবে না।” 

এসময় ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ স্থানীয় আলেমেরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হিমেল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়