ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২১ জুন ২০২৫   আপডেট: ১০:৩৭, ২১ জুন ২০২৫
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে জখম

হামলায় আহত দুই ভাই

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আহতরা হলেন- পৌরসভার কুমড়াইল এলাকার বাসিন্দা মো. শাহজাহান মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিল উদ্দিন (৪২)।

শুক্রবার (২০ জুন) দুপুরে কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিল উদ্দিন শনিবার ধামরাই থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান (২৭) ও মোহাম্মদ আলী (২২)।

মামলার এজাহারে বলা হয়, কুমড়াইল মৌজায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার অভিযুক্তরা ওই জমিতে নির্মাণকাজ শুরুর চেষ্টা করলে শাহজাহান মিয়া বাধা দেন। তখন অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ছোট ভাই আজিল উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

আহত ও মামলার বাদি আজিল উদ্দিন বলেন, “আজকে এলাকাবাসী এগিয়ে না এলে ওরা আমাদের দুই ভাইকে মেরেই ফেলত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
 
এ সম্পর্কে জানতে আসামি পক্ষের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।
 
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। অচিরেই আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।”

ঢাকা/সাব্বির/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়