মুন্সীগঞ্জে গুলি করে ও কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. শাহাদাত বেপারী
মুন্সীগঞ্জে প্রবাস ফেরত যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি মো. শাহাদাত বেপারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২০ জুন) সন্ধায় ঢাকার আগুলিয়া থানার জিরানী বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব জানায়, নিহত শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়াতে ছিলেন। খুন হওয়ার ৬ মাস আগে দেশে ফেরেন তিনি। ২০২৩ সালে (১৩ জুন) মঙ্গলবার রাত ২টার দিকে নিজ বসত ঘরে তিনি একা ঘুমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়।
এসময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৮(৬)২৩। ওই মামলায় শাহাদাত বেপারী দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার সাদমান ইবনে আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামির বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ, বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আটকের পরে আসামি শাহাদাত বেপারীকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।”
ঢাকা/রতন/এস