ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে’

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২১ জুন ২০২৫   আপডেট: ১৩:৩৫, ২১ জুন ২০২৫
‘শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

‘খুব শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। 

শনিবার (২১ জুন) সকালে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেন, “গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। 

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে বিভাজন নয় বরং একতাবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। এই চেতনা ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য।”

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুর সবুর এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ।

কর্মশালায় ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ঢাকা/সোহাগ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়