ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২১ জুন ২০২৫  
টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুনায়েদ হোসেন

টাঙ্গাইলে জুনায়েদ হোসেন (২৪) নামে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের সন্তোষ পুরাতন পাড়ায় নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুনায়েদ হোসেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়তেন। তিনি গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের আলি আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, রুমের দরজা লাগানো। দরজা ভেঙে রুমের ভেতর ঢুকে দেখা গেছে, সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন জুনায়েদ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “যে ছেলেটি আমাদেরকে খবর দিয়েছিল, সেই ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকেন। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাব। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনো সাড়া না পেয়ে তিনি আমাদেরকে খবর দেন।”

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়