ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২১ জুন ২০২৫  
শ্রীপুরে চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

শনিবার (২১ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজারের পশ্চিম পাশে চিকিৎসক মোর্শেদুল হক ও মৌসুমী আক্তার দম্পতির বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক জানান, রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মই বেয়ে তাদের দ্বিতল বাড়ির ওপরে ওঠে। পরে রড বা অন্য শক্ত কিছু দিয়ে বারান্দার দরজার সিটকানি ভেঙে ঘরে ঢোকে। এরপর তার মুখ, চোখ ও হাত-পা বেঁধে ফেলে। তার স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি চাইলে তিনি তা দিয়ে দেন। একই সময়ে পাশের কক্ষে থাকা তার মা–বাবাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। প্রায় আধা ঘণ্টা ধরে তারা ঘরে তল্লাশি চালিয়ে ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাত দল চলে যাওয়ার পর তারা চিৎকার করলে পাশের বাড়ি থেকে আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন ছুটে আসেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়