ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

না চাইতেই যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া সেই রাজকে ছাত্রদল থেকে বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২১ জুন ২০২৫   আপডেট: ১৬:২১, ২১ জুন ২০২৫
না চাইতেই যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া সেই রাজকে ছাত্রদল থেকে বহিষ্কার

না চাইতেই যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া রেজোয়ান রহমান (রাজ) তালুকদারকে জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালগঞ্জের ডুমুরিয়া ইউনিয়ন কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (২১ জুন) রাতে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজ তালুকদারকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছত্রদলের টুঙ্গিপাড়া উপজেলা শাখার আওতাধীন ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান (রাজ) তালুকদারকে অব্যাহতি দেওয়া হলো এবং দলের নেতাকর্মীদেরকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।

গত বৃহস্পতিবার (১৯ জুন) ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টা পর রাজ তালুকদার তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন যে, তিনি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, আর আগামীতেও থাকবে না।

তার এমন বক্তব্য নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা হয়। পরে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানিয়েছেন, রাজ তালুকদার নিজেই পদ পেতে তার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। তার এমন কর্মকাণ্ডে আমরা বিব্রত। তাই, তাকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়