ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

নাটোরে ৬ ‘ডাকাত’ আটক

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২১ জুন ২০২৫  
নাটোরে ৬ ‘ডাকাত’ আটক

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ‘ডাকাত’ দলের ৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ হয়।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গুরুদাসুপর উপজেলার সিরাজুল হকের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৮), মৃত কামাল হোসেনের ছেলে মো. কাওসার (২৫), আব্দুল আজিজের ছেলে মো. বিপ্লব মিয়া (২৪), মো. রওশন মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (২৪), মো. মোবারকের ছেলে মো. মবিদুল ইসলাম (২১) এবং সালাম আলীর ছেলে মো. সুরুজ আলী (২১)।

আরো পড়ুন:

নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও তল্লাশির অংশ হিসেবে বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত সোয়া ১২টার দিকে চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা চার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি ধারালো অস্ত্র জব্দ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করে।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা স্বীকার করে- তারা অস্ত্রের মুখে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি কোরবানির গরু ডাকাতি ও চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করতো বলে স্বীকার করেছে। ডাকাত দলের ৬ জনকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “সেনাবাহিনী ৬ জনকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করেছেন। আমরা প্রাথমিক জেনেছি, তারা ছিনতাইকারী। এ বিষয়ে পুলিশ তদন্ত চলছে। তদন্তে জানা যাবে তারা ডাকাত না ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়