তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নেই: বিএনপি নেত্রী
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নেই বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
শনিবার (২১ জুন) দুপুরে মাদারীপুর শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলেন জেরিন খান বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোনো বাড়ি নেই। এই সততা আমাকে আকৃষ্ট করেছে। আমিও সেই পথে হাটতে চাই। আমি গত ৪০ বছরে রাজনীতি থেকে এক টাকার সুবিধাও নেইনি, আগামী ৪০ বছরেও নেব না।’’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা কৃষকদলের সদস্যসচিব অহিদুজ্জামান অহিদ প্রমুখ।
ঢাকা/বেলাল/রাজীব